একবছর হয়ে গেল। এইতো সেদিন আসলাম ফরিদপুরে!
ভাবতে গেলে তো কত্তো কিছু চলে আসে।
ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ তখন। উদ্ভাস থেকে ফোন।
তুমি কততম হইসো?
-২৩১ তম
ফার্স্ট টার্মে?
-১১৭ তম
পরিচিত কেউ আছে যে ১ থেকে ১০০ এর মধ্যে আছে?
-আছে।
ফোন নাম্বার দাও।
দিলাম।
এই ব্যাপারগুলো না খুব কষ্টদায়ক ছিল।
ফার্স্ট ইয়ার পুরোটাই এভাবে কাটলো। জানি আমি পারবো, জানি এটা কোন ব্যাপারই না।কিন্তু কেন যেন হয়ে উঠছিল না।
টেস্ট এর জন্যে উঠেপড়ে লাগলাম।
ফোনের চার জিবি গান ডিলিট করা হল।
হেডফোন ছেড়া হল।
হ্যালো ফ্রেন্ডস শোনা বন্ধ হল।
ফেসবুকে এমনিতেই সময় দিতাম না তখন, আরো কমিয়ে দিলাম।
পরীক্ষা হল। রেজাল্ট দিল। এইবারে বলির পাঠা হল অন্য কেউ একজন, ফোন পেলাম আমি।
জীবনের এই পর্যায়ে এসে যখন এসব ভাবি, তখন খুব হাসি পায়।
ভালোবাসা ছিল ফিজিক্সে , পড়তে চাইলাম বুয়েটে, এখন আছি ফরিদপুরে।
:\’-)
একটা ভাইয়া ছিল আমার।
মেন্টর, গাইড, মডেল।
ইন্টারে খুব জ্বালাতাম ভাইয়াকে।একজনো জ্বালাই।
-বুড়া হয়ে যাইতেসি ভাইয়া, চক্র আমারে ছাইড়া গেল না আর।
চক্র ছাড়তে চাস না আসলে এই হইলো ঘটনা।
-এখনকার চক্রটা অন্যরকম ভাইয়া।
রেজাল্ট ভালো, ইমপ্রেশন ভালো,
কিন্তু দিনশেষে হতাশা।
গত দেড়মাস আমি পড়তেই বসি নাই।কেন যেন পড়তে বসতে পারি না।শুন্য শুন্য মনে হয়।
কারণ রেজাল্ট তোর ম্যাথক্যাম্প ফিরাইতে পারবে না, পারবে না সৌরভ দাশ বানাইতে, পারবে না তোর প্যারালাল কল্পনার ছেদক আঁকতে-লোল।
আফসোস!
আমিতো এর চেয়ে অনেক ভালো কিছু ডিসার্ভ করতাম।
ভুল বললাম।
No one deserves.
Everything has to be earned.
:\’-)
কয়েকদিন হল নতুন চক্রে প্রবেশ করছি।
এই জানো,এখনকার চক্তগুলো না অন্যরকম।কেমন যেন নেশাধরানো।এই চক্রের শুরুতে শুন্যতা,শেষেও শুন্যতা।শুধু মাঝের সময়টার জন্যেই সারাদিনের অপেক্ষা।
আগেরচক্রে পড়ালেখা হত না।
এখনো হয় না।
পড়ালেখা হচ্ছেনা এজন্যে আগে একটা আক্ষেপ কাজ করতো।
এখন সেটাও নাই আর!
আমি জেনেশুনে বিষ করছি পান!
কত কিছু করার ছিল!
\’ফিজিক্সের জন্যে ভালোবাসা\’ নামের ফেসবুক পেজ।
গিটার।
প্রোগ্রামিং।
অন্যরকম পাঠশালা।
আরেকটু কিউবিং।
ব্লগিং।
কার্টুন গাইড টু ফিজিক্স এর অনুবাদ।
পোলাপান পড়ানো।
ব্লগিং ছাড়া আর কিচ্ছু করা হল না। অনুবাদ টা ধরেও রেখে দিলাম।
জীবনের একট পর্যায়ে এসে মনে হয় আমার একটা মানুষ দরকার, যার সাথে কথা বলা যায়।কথা বলার মানুষের অভাব আমার কখনোই ছিল না। আমার একটা শ্রোতার দরকার ছিল।
এই!
আমার অনেক কথা বলার আছে যে!
তুমি আমার কথা শোনার মানুষ হবা?
:\’-)
Tags: