ইন্টারে যখন পড়তাম আমার আম্মা আমারে কলেজে নিয়ে যাইতো। ওইখানে অনেক আন্টির সাথে কথা হইতো।সবার বড় ছেলে এই করে, ছোট মেয়ে এই করে, নটরডেমে যেইটা পড়ে ওইটা এত তম হইছে। আমার আম্মার ছেলে একটাই। সেই ছেলেরে নিয়ে গল্প করার মতন কোন টপিক ছিলোনা। আন্টিদের ওইসব আলোচনায় আমার আম্মা সবসময় চুপ থাকতো।
কলেজে রেজাল্ট ভালো ছিল, কোচিং এ রেজাল্ট ভালো ছিল। আম্মা খুব আশা করতো আমি খুব ভালো কোথাও খুব ভালোভাবে চান্স পাবো।আম্মা তখন এইসব গল্প করবে- এমন একটা স্বপ্ন সবসময় ছিল।
যেসব জায়গায় আমার খুব ভালো করার কথা ছিল সেগুলার মধ্যে কোথাও আমি ভর্তি পরীক্ষা দেইনাই। আমার আম্মা আর কারো সাথে গল্প করতে পারেনাই।
ফাইনাল প্রফের রেজাল্ট দিলো ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ। আমার আম্মা কাউরে ফোন দিয়ে জানাইতে পারেনাই।
Tags: